৩১ মার্চ, ২০১১

জাপানে পারমানবিক চুল্লী চিরতরে বন্ধ হচ্ছে

টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানির চেয়ারম্যান ফুকুশিমা দাইইচি পারমাণবিক চুল্লীর সৃষ্ট সমস্যা এবং উদ্বেগের কারনে ক্ষমা চেয়েছেন। নেহিসা কাৎসুমাতা বুধবার প্রথমবারের মত সাংবাদিকদের মুখোমুখি হন। কোম্পানির প্রেসিডেন্ট মাসাতাকা শিমিজুকে মঙ্গলবার রাতে হাইপারটেনশনজনিত কারনে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কাৎসুমাতা বলেন যেসব বাসিন্দাদেরকে এলাকা ছেড়ে চলে আসতে হয়েছে কিম্বা ঘরের বাইরে যেতে পারছেননা তাদের জন্য তিনি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী। কাৎসুমাতা স্বীকার করেন যে তারা চুল্লীগুলো ঠান্ডা করতে পারেননি তবে সাধ্যমত সব কিছু করার তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ১ থেকে ৪ নং চুল্লীকে শেষ পর্যন্ত চিরতরে বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, তেজস্ক্রিয়ায় ক্ষতিগ্রস্থদেরকে কোম্পানি আইন অনুযায়ী ক্ষতিপূরণ করবে। ১১ই মার্চের ভূমিকম্প ও সুনামির পর থেকে টানা বিদ্যুত ঘাটতিতে জনগনের অসুবিধার জন্যও দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, টেপকো গ্রীষ্মকালে মানুষের দূর্ভোগ লাঘবে সর্বোত্তম চেষ্টা চালাবে।(সূত্র:অনলাইন)