কোরআন পোড়ানোর অভিযোগে যাজকসহ ১০ জাতিসংঘ কর্মকর্তাকে হত্যা করেছে উত্তেজিত জনতা। আফগানিস্তানে এ ঘটনা ঘটানোর সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৫ আফগান নিহত ও ৩০ জন আহত হয় বলে দেশটির টলো নামে একটি টেলিভিশন সংবাদে তা প্রচার করা হয়। দেশটির বাকালা প্রদেশের মাজার-ই-শরীফ নামে শহরে জাতিসংঘ কার্যালয়ে শুক্রবার জুম্মার নামাজের পর উত্তেজিত কয়েকশ' জনতা সহিংসতার এ ঘটনা ঘটায়। এ সময় তাদের হামলায় জাযকসহ ১০ বিদেশী জাতিসংঘকর্মী নিহত হয়। তবে এ খবর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জাতিসংঘে কর্মরত ১০ বিদেশী নাগরীককে হত্যার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রকৃত ঘটনার সুষ্ঠ তদন্তেরও আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, টেরি জোনস নামে এক ধর্মজাযক ফ্লোরিডাতে চলতি বছর ১১ সেপ্টম্বর টুইন টাওয়ার ধ্বংস দিবসে কোরআন পুড়িয়ে প্রতিবাদ করেন। গত ২০ মার্চ তিনি আফগানিস্তানে ফিরে এলে জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। (সূত্র: অনলাইন)