৩ এপ্রিল, ২০১১

মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’ পহেলা বৈশাখ শুভমুক্তি

মুক্তিযুদ্ধ ও প্রেমের ছবি 'মেহেরজান' বিতর্কের পর নতুন করে মুক্তিযুদ্ধের উপর ছবি গেরিলা মুক্তি পাচ্ছে আগামী পহেলা বৈশাখ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বণে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত  ইমপ্রেস টেলিফিল্ম ও আরিয়াল প্রডাকশনের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। ৩১ মার্চ  গেরিলা’ ছবির গানের অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়। এ ছবির গানের অডিও সিডি প্রকাশ করেছে লেজার ভিশন। ‘গেরিলা’ ছবিটিতে প্রধান চরিত্র বিলকিসের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরো অভিনয় করেছেন ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, মিরানা জামান, পিযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম পাভেল, শম্পা রেজা, আহমেদ রুবেল, এস এম মহসীন, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, কামাল বায়েজিদ, সাজ্জাদ আহমেদ রাজীব, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, এরফান মৃধা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আজিম, নয়ন হোসেন প্রমুখ। চিত্রগ্রহণে রয়েছেন সমীরণ দত্ত। শিল্প নির্দেশনা দিয়েছেন অনিমেষ আইচ। পোষাক পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন শিমুল ইউসুফ। (সূত্র: অনলাইন)