মার্কিন সেনাবাহিনী এবং জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের সদস্যরা ১১ই মার্চের ভূমিকম্প ও সুনামিতে নিখোঁজদের সন্ধানে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। জাপানের ইতিহাসে ভয়াবহতম ঐ ভূমিকম্প এবং তার থেকে সৃষ্ট সুনামির ৩ সপ্তাহ পরেও নিখোঁজ রয়েছেন ১৬ হাজারেরও বেশি মানুষ।
শুক্রবার সকালেই সেন্দাইয়ের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের হেলিকপ্টারগুলো যৌথ উদ্ধার অভিযানে অংশ নিতে ঘাঁটি ত্যাগ করে। এই যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেলফ ডিফেন্স ফোর্সের ১০০টি বিমান এবং ৫০টি জাহাজ, মার্কিন বাহিনীর ২০টি বিমান এবং ১০টি জাহাজ। এ ছাড়া, জাপান কোস্টগার্ড ও দমকল কর্মীরাও এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এটিই জাপানে এ যাবৎকালের মধ্যে সবচাইতে বড় উদ্ধার তৎপরতা। প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচার এবং সমুদ্রের ভেতর প্রায় ২০ কিঃমিঃ অঞ্চল এই উদ্ধার অভিযানের মূল লক্ষ্য। তবে উদ্ধারকারীরা ফুকুশিমা দাইইচি পারমাণবিক চুল্লীর ৩০ কিঃমিঃ অঞ্চলকে এই অভিযানের বাইরে রেখেছেন। আগে যে সব স্থানে তেমন উদ্ধার তৎপরতা চালানো হয়নি, সে সব স্থানগুলিই উদ্ধারাভিযানের মূল লক্ষ্যবস্তু হবে। দূর্গম উপকূলাঞ্চল এবং সুনামিতে সৃষ্ট জলাভূমির কারনে অনেক স্থানে উদ্ধারাভিযানে যথেষ্ট বেগ পেতে হয়েছিলো। তিনদিন ধরে এই অভিযান চলার কথা রয়েছে। (সূত্র: কমিউনিটি অনলাইন)
শুক্রবার সকালেই সেন্দাইয়ের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের হেলিকপ্টারগুলো যৌথ উদ্ধার অভিযানে অংশ নিতে ঘাঁটি ত্যাগ করে। এই যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেলফ ডিফেন্স ফোর্সের ১০০টি বিমান এবং ৫০টি জাহাজ, মার্কিন বাহিনীর ২০টি বিমান এবং ১০টি জাহাজ। এ ছাড়া, জাপান কোস্টগার্ড ও দমকল কর্মীরাও এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এটিই জাপানে এ যাবৎকালের মধ্যে সবচাইতে বড় উদ্ধার তৎপরতা। প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে ইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচার এবং সমুদ্রের ভেতর প্রায় ২০ কিঃমিঃ অঞ্চল এই উদ্ধার অভিযানের মূল লক্ষ্য। তবে উদ্ধারকারীরা ফুকুশিমা দাইইচি পারমাণবিক চুল্লীর ৩০ কিঃমিঃ অঞ্চলকে এই অভিযানের বাইরে রেখেছেন। আগে যে সব স্থানে তেমন উদ্ধার তৎপরতা চালানো হয়নি, সে সব স্থানগুলিই উদ্ধারাভিযানের মূল লক্ষ্যবস্তু হবে। দূর্গম উপকূলাঞ্চল এবং সুনামিতে সৃষ্ট জলাভূমির কারনে অনেক স্থানে উদ্ধারাভিযানে যথেষ্ট বেগ পেতে হয়েছিলো। তিনদিন ধরে এই অভিযান চলার কথা রয়েছে। (সূত্র: কমিউনিটি অনলাইন)