১২ এপ্রিল, ২০১১

পরমাণু বিপর্যয়ের সংকট মাত্রা ৫ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৭ করা হলো

জাপান সরকারের নিউক্লিয়ার সেইফটি এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে ফুকুশিমা দাইইচি আণবিক বিদ্যুত কেন্দ্রে দুর্ঘটনার সংকট মাত্রা ৫ থেকে বাড়িয়ে ৭ এ উন্নীত করার। আন্তর্জাতিক এই স্কেলটিতে এটাই সর্বোচ্চ মাত্রা। ১৯৮৬ সালে চেরেনোবিলের সংকট মাত্রাও ছিলো ৭। নিউক্লিয়ার সেইফটি এজেন্সি সোমবারেই এ সিদ্ধান্ত চুড়ান্ত করে ফেলে। তারা জানান, প্ল্যান্ট থেকে বিপুল পরিমানে তেজস্ক্রিয়তা নির্গত হচ্ছে যা বিস্তৃত অঞ্চলব্যাপী মানুষ এবং পরিবেশের উপর ব্যাপক হুমকির সৃষ্টি করেছে। সেইফটি এজেন্সি জানিয়েছে তারা সংকটমাত্রা নির্ধারণে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এন্ড রেডিওলজিক্যাল ইভেন্ট স্কেল বা আইএনইএস ব্যবহার করেছে। পরমাণু দুর্ঘটনার গুরুত্ব নির্দেশ করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে প্রস্তুত স্কেলটির ব্যাপ্তি ০ থেকে ৭ পর্য্ন্ত। মার্চের ১৮ তারিখ গুরুত্বের মাত্রা ৫ এ উন্নীত করা হয় যা ছিলো ১৯৭৯ সালে আমেরিকার থ্রি মাইল আইল্যান্ড আণবিক দুর্ঘটনার সমান। দুর্ঘটনার ফলে সংকটের ৭ মাত্রা ইতিপূর্বে মাত্র একবার ব্যবহার করা হয়েছিলো। সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরেনোবিল দুর্ঘটনার সময় সংকট মাত্রা ছিলো ৭। সে সময় হাজার হাজার টেরাবেকারালস তেজস্ক্রিয় আয়োডিন-১৩১ বাতাসে ছড়িয়ে পড়েছিলো। এক ট্রিলিয়ন বেকারালসে এক টেরাবেকারালস। তবে নিউক্লিয়ার সেইফটি এনেন্সি মনে করে ফুকুশিমার তেজস্ক্রিয়তার মাত্রা চেরেনোবিলের চাইতে অনেক কম। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে নিউক্লিয়ার সেইফটি এজেন্সি কমিশন এ সকল তথ্য প্রদান করে। (সূত্র: কমিউনিটি অনলাইন)