৭ এপ্রিল, ২০১১

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'জীবাণুনাশকের অকার্যকারিতা ও এর বিশ্বব্যাপী বিস্তার। জনস্বাস্থ্য বিষয়ক যে কোন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মানুষকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতিবছর ৭ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন' গৃহীত হয়। পরে ১৯৪৮ সালের ৭ এপ্রিল এ আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর পালন করা হয় 'বিশ্ব স্বাস্থ্য দিবস'। (সূত্র: অনলাইন)