৭ এপ্রিল, ২০১১

ভূমিকম্প ও সুনামিতে ধ্বসংসস্তুপের ওজন আড়াই কোটি টন

জাপানের পরিবেশ মন্ত্রনালয় বলেছে ১১ই মার্চের ভূমিকম্প ও সুনামিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ ৩টি প্রিফেকচারে ধ্বংসস্তুপের ওজন ২৪.৯ মিলিয়্ন টন। মিয়াগি, ইওয়াতে এবং ফুকুশিমা প্রিফেকচারের এই ধ্বংসস্তুপের ওজন ১৯৯৫ সালের গ্রেট হানশিন ভূমিকম্পের ১.৭ গুন বেশি। মন্ত্রনালয় জানায় মিয়াগিতেই ধ্বংসস্তুপের ওজন ১৬ মিলিয়ন টন, ইওয়াতে প্রিফেকচারে ৬ মিলিয়ন টন এবং ফুকুশিমা প্রিফেকচারে ২.৯ মিলিয়ন টন। ধ্বংসস্তুপের তালিকায় যানবাহন বা নৌযান অন্তর্ভূক্ত করা হয়নি। (সূত্র: কমিউনিটি)