৬ এপ্রিল, ২০১১

৩,০১২ জন=১জন: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সাংবাদিকদের জানান দেশে প্রতি ৩ হাজার ১২ জন মানুষের জন্য চিকিৎসক আছেন মাত্র একজন। ২ হাজর ৬৬৫ জন রোগীর জন্য হাসপাতালে শয্যা মাত্র ১টি এবং ৬ হাজার ৩৪২ জনের জন্য সেবিকা আছেন মাত্র একজন। বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জীবাণুনাশকের অকার্যকারিতা ও এর বিশ্বব্যাপী বিস্তার।’ মন্ত্রী বলেন, ওষুধ কিনতে কোনো বাধ্যবাধকতা না থাকায় এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র না লাগায় মানুষ অসুস্থ্য হলেই তার নিকটবর্তী দোকান থেকে এন্টিবায়োটিক কিনে সেবন করেন। পরিমিত ও মাত্রাহীন ওষুধ খাওয়ায় মানব দেহে ওষুধের জীবাণুনাশক ক্ষমতা নষ্ট হচ্ছে। এতে ভবিষ্যত চিকিৎসা ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, এন্টিবায়োটিকের অকার্যকারিতা আমাদের ভাবিয়ে তুলেছে। যার সমাধানে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য চালু হয়েছে কমিউনিটি ক্লিনিক। এছাড়া শুরু হয়েছে ‘অনলাইন চিকিৎসা ব্যবস্থা এবং টেলিমেডিসিন প্রক্রিয়া। (সূত্র: অনলাইন)