গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিপে টু ইউ- এর একজন এজেন্ট নিরীহ গ্রাহকদের নিকট থেকে প্রায় ৪৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নিকট থেকে অর্থ নিয়ে উধাও হওয়ার ঘটনায় মঙ্গলবার ওই এজেন্টের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কয়েক’শ বিক্ষুব্ধ গ্রাহক। প্রাপ্ত সংবাদে জানা যায় স্বর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল ইসলাম শাওন ইউনিপে টু ইউ’র এজেন্সি নিয়ে ব্যবসা শুরু করেন। চমকপ্রদ অফারের মাধ্যমে অল্প দিনেই শত শত গ্রাহককে ফাদে ফেলে গ্রাহকদের কাছ থেকে ৪৫ কোটি টাকা হাতিয়ে নেন। সম্প্রতি সরকার ওই ইউনিপে টু ইউ (এমএলএম) কোম্পানির কার্যক্রম স্থগিত করলে ওই এজেন্ট শাওন তারে স্বর্না এন্টারপ্রাইজে তালা ঝুলিয়ে দেন। অন্যদিকে অর্থ ফেরত পাওয়ার আশায় গ্রাহকরা বিভিন্ন স্থানে ধর্না দিয়ে ব্যর্থ হয়ে মাসখানেক আগে শাওনের বাড়ি ঘেরাও করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় শাওন এক মাসের মধ্যে অর্থ ফেরতের আশ্বাস দিলে গ্রাহকরা শান্ত হন। কিন্তু এই সুযোগে শাওন বসতবাড়ি ফেলে আবারও আত্মগোপন করে। এ সংবাদ গ্রাহকদের মাঝে ছড়িয়ে পড়লে কয়েক’শ গ্রাহক ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। (সূত্র: অনলাইন)