জাপানের গবেষকরা বলেছেন বলেছেন ১১ই মার্চে সমুদ্রের তলদেশের মাটি উল্লেখযোগ্য পরিমানে উঁচু হয়ে ওঠাতেই বড় আকারের ভূমিকম্পের সৃষ্টি হয়। তারা সুনামি, প্রশান্তমহাসাগরীয় উপকুল এবং গভীর সমুদ্রের বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে তারা এ তথ্য জানান। গবেষকরা জানান উত্তর থেকে দক্ষিনে ৪৫০ কিলোমিটার এলাকার সমুদ্রের তলদেশই সুনামির মূল উৎস। এই এলাকার ১৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৬০ কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল ৫ থেকে ৮ মিটার পর্যন্ত উপরে উঠে গেছে। উত্তর থেকে দক্ষিনে প্রসারিত বেল্টের মত সুনামি ভূমিকম্পের ৩০ থেকে ৬০ মিনিট পর উত্তর জাপানের প্রশান্তমহাসাগরীয় উপকূলে আঘাত হানে। গবেষক দলটি বলেছেন ভূমির সন্নিকটে উৎসস্থল হওয়ায় সুনামি মূল ভূ-খন্ডের অনেক দূর পর্যন্ত ভেতরে প্রবেশ করে। টোকিও বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক কেনজি সাতাকে বলেছেন, ভবিষ্যতের সুনামির প্রকৃতি ভালোভাবে বুঝতে এ সম্পর্কে আরো গবেষনা প্রয়োজন। (সূত্র: কমিউনিটি, জাপান)