রংপুর শহরে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিকালে মুশলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বয়ে যায়। অপর দিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ও সাঘাটা গ্রামে কাল বৈশাখীর ছোবলে দুইজন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। দমকা হাওয়া ও শীলা বৃষ্টিতে উঠতি ফসলসহ গাছপালা ও অসংখ্য ঘরবাড়ীর ব্যাপক ক্ষতি হয়।
(রংপুর থেকে: ফকির মানিক)
(রংপুর থেকে: ফকির মানিক)