পশ্চিমবঙ্গের ইতিহাসে অন্য ধরনের আলোচিত ক্ষমতার পালাবদল হয়েছে। মমতা ব্যানার্জীর মাধ্যমে এ ‘পরিবর্তন’পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৩৪ বছর ধরে ক্ষমতায় থাকা কমিউনিস্ট সরকারের পতন । তৃণমূল কংগ্রেস এই নেত্রী শুক্রবার ভারতীয় সময় বেলা ১টা ১ মিনিটে মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এবং সেই সঙ্গে সুচিত হবে নতুন ইতিহাস কারন তিনিই হবেন পশ্চিমবঙ্গের প্রথম নারী মূখ্যমন্ত্রী। সংবাদ সূত্র জানায়, আজ শুক্রবার ৩৮ জন মন্ত্রী শপথ নেবেন। এদের মধ্যে ২ জন রয়েছেন কংগ্রেসের। তৃণমূলের মন্ত্রীদের মধ্যে মমতাসহ ৩২ জন পূর্ণমন্ত্রী, ৪ জন প্রতিমন্ত্রী একই সঙ্গে শপথ নিবেন। শাস্ত্র অনুযায়ী বহু হিসাব কষে বের করা সময় অনুযায়ী শপথের সময় নির্ধারণ করেছেন মমতা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন তিন হাজার। সবস্তরের মানুষকেই এই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে। মমতার পক্ষ থেকে দুই জন রিক্শাচালক, দুইজন হকার, দুইজন বস্তিবাসী ও যৌনকর্মীদের নিয়ে কাজ করা এনজিও প্রতিনিধিদের মধ্য থেকে ২ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে থাকবেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজভবনসহ আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজভবন, মহাকরণের আশপাশে মোতায়েন থাকবে ‘কুইক রেসপন্স টিম’, এছাড়াও অত্যাধুনিক অস্ত্রে সু-সজ্জিত কমান্ডো বাহিনী। (সূত্র: অনলাইন)