১৭ মে, ২০১১

পরকাল বলে কিছু নেই- স্টিফেন হকিং

পদার্থবিদ স্টিফেন হকিং ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন পর জনম বা পরকাল বলে কিছু নেই। স্বর্গ - নরক ও পরকালের ব্যাপারে মানুষের বিশ্বাসকে তিনি রূপকথার গল্প বলে উড়িয়ে দিয়েছেন। বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী ও ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিজ্ঞানী বলেন, মানুষের মস্তিষ্ক শেষবারের মতো মিট মিট করে সাড়া দেওয়ার পর আর কিছুই অবশিষ্ট থাকে না।  মাত্র ২১ বছর বয়সে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হকিংস বলেছেন, অনারোগ্য অসুস্থতার কারণে তিনি অল্প বয়সেই মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তিনি দিব্যি বেঁচে আছেন, গবেষণাও চালিয়ে যাচ্ছেন। মৃত্যু নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অল্প বয়সেই মারা যাওয়ার আশঙ্কা নিয়ে আমি গত ৪৯ বছর বেঁচে আছি। মৃত্যু নিয়ে আমি ভীত নই। তবে আমি তাড়াতাড়ি মরতে চাই না। সবার আগেই করতে চাই এমন অনেক কাজ রয়েছে আমার।’ হকিং আরও বলেন, ‘আমি মস্তিষ্ককে কম্পিউটার হিসেবে বিবেচনা করি। এর উপাদানগুলো ব্যর্থ হলে এটা কাজ করা থামিয়ে দেবে। এই কম্পিউটার ভেঙে গেলে আর স্বর্গ বা পরকাল বলে কিছুই থাকে না। অন্ধকারের ভয়ে ভীত মানুষের জন্য এটা রূপকথার গল্প।’ এই মতামতগুলো তিনি তার ২০১০ সালে প্রকাশিত বই দ্য গ্রান্ড ডিজাইনে উল্লেখ করেছেন। তিনি এতে বলেন, বিশ্বের অস্তিত্ব ব্যাপারে সৃষ্টিকর্তার ব্যাখ্যার প্রয়োজন নেই। বইটি প্রকাশের বিশ্বজুড়ে ধর্মীয় নেতাদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন হকিং। এর আগে তার এ ব্রিফ হিস্টরি অভ টাইম বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়। (সূত্র: অনলাইন)