২২ মে, ২০১১

হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গে মুহিত

আরেকজন বাংলাদেশি হিসেবে এম এ মুহিত এভারেস্ট জয় করেছেন। ৮ হাজার ৮৫০ মিটার উচ্চতার  হিমালয় পর্বতমালার এ শৃঙ্গটি পৃথিবীর সর্বোচ্চ পবর্ত। ২১ মে সন্ধ্যার দিকে মুহিত এভারেস্টের চূড়ায় পৌঁছান। গত ২০১০ সালের ২৪ মে মুসা ইব্রাহীম  প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। মুহিত সেসময় মুসা ইব্রাহীমের সঙ্গী থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে এভারেস্টে উঠতে পারেন নি। মুহিত এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের এভারেস্ট থেকে ২০  কিলোমিটার দূরে বিশ্বের ৬ষ্ঠ সর্বোচ্চ শৃঙ্গ চো ওয়ো যার উচ্চতা ৮ হাজার ২০১ মিটার জয় করেন, সেই সঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয় তাজিনডংয়েও ২ দফা আরোহণ করেন মুহিত। পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে পঞ্চম বাঙালি ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পা রাখলেন। (সূত্র: অনলাইন)