২১ মে, ২০১১

সুমনা খায় ১৪ কেজি পরিমাণের ভাত, ৮ কেজি আলু, ৮ কেজি মাছ, ১৮০ খানা কলা!

খাওয়া ছাড়া কিছুই বোঝেনা সুমনা। প্রতি সপ্তাহে সুমনা ১৪ কেজি পরিমাণের ভাত, ৮ কেজি আলু, ৮ কেজি মাছ ও প্রায় ১৮০ খানা কলা খেয়ে থাকে। তার বর্তমান বয়স মাত্র ৬ বছর। উচ্চতায় মাত্র ৩ ফুট ৫ ইঞ্চি। ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী সুমনা খাতুনের ওজন ২০১ পাউন্ড। এ বয়সে যে ওজন তা থাকার কথা তার চেয়ে সে ৫ গুণ বেশি। সুমনার মা  বেলি বিবিও ভোজন রসিক মেয়ের পুরো খাবারের হিসাবটা দিতে পারলেন না। কারণ, দুপুরের খাবার শেষ করেই সুমনা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার চেয়ে নিয়ে খায়। এদিকে সুমনার পিতা একজন দরিদ্র কৃষক। কৃষিকাজ করে তিনি সপ্তাহে মাত্র ১২৫০  টাকা আয় করেন। সে টাকার প্রায় পুরোটাই চলে যায় সুমনার খাবার পিছনে। পরিবারের বাকীদের কখনও কখনও দিন কাটাতে হয় অনাহারে। সুমনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আনা সব প্রচেষ্টাই বিফলে গেছে বলে দাবি করছেন তার মা বেলি বিবি।সুমনাকে কোন কিছু খেতে না দিলে সে কাদা খেতে শুরু করে দেয়। বেলি বিবি বলেন, আমিতো আমার সন্তানকে আর কাদা খেতে দিতে পারি না। তাই বাধ্য হয়ে খাবার দেই তাকে।(সূত্র: অনলাইন)