২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী। এবারো নজরুল মেলার আয়োজন করেছে চ্যানেল আই। এবার এ মেলায় আজীবন সম্মাননা দেয়া হবে বিশিষ্ট নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম ও নজরুল সঙ্গীত সাধক মুস্তাফা জামান আব্বাসীকে। তাদের প্রত্যেককে চ্যানেল আই এর পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা, ক্রেস্ট এবং উত্তরীয়। ইতি পূর্বে এই সম্মাননা পেয়েছেন সোহরাব হোসেন, সুধীন দাশ ও ফিরোজা বেগম। এবারের মেলা চ্যানেল আই'র ৬ষ্ঠ নজরুল মেলা। চ্যানেল আই'র এ মেলার সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল কোম্পানি রবি। এ উপলক্ষে আজ মঙ্গলবার চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নজরুমেলার সার্বিক দিক তুলে ধরেন চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রবির এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কমিউনিকেশন্স এন্ড মিডিয়া রিলেশন্স মহিউদ্দিন বাবর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নজরুল মেলার আহ্বায়ক কবি আসাদ চৌধুরী ও সমন্বয়ক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল সকাল ১১টা ১০ মিনিটে চ্যানেল আই ভবনে মেলার উদ্বোধন করবেন নজরুল গবেষক, নজরুল সাধক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ, লেখক-সাহিত্যিক, বরেণ্য চিত্রশিল্পীবৃন্দ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ইমপ্রেস গ্রুপের পরিচালকবৃন্দ। এ সময় আজীবন সম্মননায় ভূষিতদের হাতে চেক, ক্রেস্ট, সনদপত্র এবং উত্তরীয় তুলে দেবেন ইমপ্রেস গ্রুপের পরিচালকবৃন্দ এবং মেলায় উপস্থিত খ্যাতিমান ব্যক্তিত্বরা। সকাল থেকে মেলার সার্বিক চিত্র সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। মেলায় থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০টি স্টল। এসব স্টলে প্রদর্শিত হবে নজরুল স্মৃতিচারণমূলক বিভিন্ন পণ্যসামগ্রী। আরো থাকবে প্রায় এক ডজন ক্ষুদ্র ও হস্তশিল্পের স্টল। দিনব্যাপী খোলা প্রাঙ্গণের মঞ্চে পরিবেশিত হবে নজরুল সঙ্গীত (একক-দলীয়), নজরুল নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি ও নজরুল বিষয়ক আলোচনা। মেলায় মঞ্চস্থ হবে নজরুল বিষয়ক একটি নৃত্যনাট্য। এছাড়া মেলায় আগত অতিথিদের সম্মানে আপ্যায়ন করা হবে কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে নজরুলের প্রিয় খাবার ও পানসুপারীর দিয়ে। (সূত্র: অনলাইন)