আজ ২৫ মে। ২০০৯ সালের এই দিনে সুন্দরবন উপকূলীয় জনপদ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'আইলা'র আঘাতে মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড হয়ে যায়। দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, খুলনা ও সাতক্ষীরা জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খুলনা ও সাতক্ষীরায় ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে যায়। ফলে খুলনার দাকোপ ও কয়রা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলার ১৩টি ইউনিয়ন লোনা পানিতে ভেসে যায়। এ প্রলংকরী ঘূর্ণিঝড়ে প্রায় ৩২৫ জন মারা যায়। নিখোঁজ হয় অনেকে। আইলার তাণ্ডবে উপকূলীয় জনপদে আট থেকে দশ ফুট উঁচু হয়ে আসা জোয়ারের পানিতে প্লাবিত হয় ফলে বিধ্বস্ত হয় ৯০ হাজার কাঁচাঘর বাড়ি। ক্ষতিগ্রস্ত হয় ৬৭ হাজার পরিবার। মানুষের পাশাপাশি মারা যায় কয়েক হাজার গবাদি পশু। দুই শতাধিক হেক্টর জমির ফসল এবং বত্রিশ হাজার একর জমির প্রায় ৬ কোটি টাকার চিংড়ি সম্পদ বিনষ্ট হয়। ১৮০ শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ মন্দির ও ২৫০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা ধ্বংস হয়। (সূত্র: অনলাইন)