২৯ মে, ২০১১

মোনালিসার কঙ্কাল উদ্ধার

লিওনার্দো দ্যা ভিঞ্চি'র আঁকা মোনালিসা চরিত্রের সাথে সবাই কম বেশী পরিচিত। ইতালির একদল প্রত্নতত্ববিদরা দাবি করেছেন, তারা ফ্লোরেন্স শহর থেকে উত্তোলন করেছেন মোনালিসার ৫শ' বছরের পুরনো কঙ্কাল। তারা ধারণা করছেন কঙ্কালটি মোনালিসারই হবে। চলতি মাসের শুরুর দিকে ফ্লোরেন্স শহরের একটি আশ্রমে মোনালিসার কঙ্কালের সন্ধানে খনন কাজ শুরু করা হয়। সেখানে আজ থেকে ৫শ' বছর আগে ১৫৪২ সালের জুলাই মাসে লিসা গিরারদিনি নামে ৬৩ বছর বয়স্ক একজন সিল্ক সূতা ব্যবসায়ীর স্ত্রীকে কবর দেয়া হয়েছিলো। বোলোগনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর জিয়োরজিও গ্রুপিওনি বিষয়টি স্বীকার করে বলেন, খননকৃত ওই কবরে ৫শ' বছরের পুরনো একটি পূর্ণ বয়স্ক মহিলার খুলি ও মেরুদণ্ডের কিছু অংশ পাওয়া গেছে। ইতিমধ্যে কঙ্কালটির কিছু অংশ উত্তোলন করা হয়েছে। কঙ্কাল উত্তোলনের পর বিশেষজ্ঞরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহিলাটির সত্যিকারের চেহারা কেমন ছিল তা নিরুপণ করার। কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে।  শেষ পর্যন্ত সত্যিই কি দেখা মিলবে রং তুলিতে আঁকা মোনালিসার আসল চেহারা? (সূত্র: অনলাইন)