কুয়োর ব্যাঙ সাগরে পড়লে সে নাকি আনন্দিত হয়। কিন্ত সাগরের কুমির পুকুরে পরলে কি হয়? হ্যা এবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি পুকুরে সামুদ্রিক কুমিরের সন্ধান পাওয়া গেছে। অবশেষে কুমিরটিকে বনবিভাগের কর্তা ব্যক্তিরা ধরে তাদের নিজ হেফাজতে নিয়েছে। আর এই ধৃত কুমিরটি এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ। কুমিরটিকে ঢাকায় বনবিভাগের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে ডুলহাজারা সাফারী পার্কে পাঠানো হতে পারে বলে খবর মিলেছে। একজন বিভাগীয় বন কর্মকর্তা জানান, রোববার সকালে রাজাপুর ইউনিয়নের রামদাসপুর এলাকার নুরুল ইসলাম পুকুরে কুমিরটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। এরপর কর্মকর্তারা পুকুরটি সেচে কুমিরটিকে উদ্ধার করা হয়। পুকুরের মালিক নুরুল জানান, প্রায় ৭০ বছর ধরে এ পুকুরটি তারা ব্যবহার করে আসছেন। কখনও এ ধরনের কুমির তারা দেখতে পান নি।তবে তিনি জানান, গত বছর ও চলতি বছর মেঘনা নদী থেকে প্রবল জোয়ারের চাপে পুকুরে পানি ঢুকেছিলো। ধারণা করা হচ্ছে ওই জোয়ারের পানির সাথেই কুমিরটি নদী থেকে পুকুরে চলে এসেছে। (সূত্র: অনলাইন)