২১ মে, ২০১১

ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হচ্ছে

আবারও শুরু হচ্ছে  শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের উদ্যোগে ও শিল্পকলা একাডেমীর সহায়তায় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। ‘প্রথম ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’-শিরোনামে ১০ দিনব্যাপী এ উৎসব শনিবার সন্ধ্যা ৭টায় উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, সিঙ্গাপুর ও হংকংয়ের মোট ৫টি নাট্যদল অংশ নেবে। আর বাংলাদেশ সহ উৎসবে অংশ নিতে যাওয়া ৫টি দেশের মোট ৩০টি নাটক মঞ্চস্থ হবে উৎসব চলাকালীন সময়ে।(সূত্র: অনলাইন)