৪ জুন, ২০১১

প্রধানমন্ত্রীর সাথে দুই কন্যা রুনা ও রত্নার সাক্ষাৎ

নিমতলী ট্যাজেডির এক বছর পূর্ন হওয়ার দিন শুক্রবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর দুই কন্যা রুনা ও রত্না। রাতে তারা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। রুনার স্বামী জামিল ও তার ছোট ভাই ফয়সাল এবং রত্নার স্বামী সুমন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তার দুই কন্যাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর আরেক কন্য আসমা সাক্ষাৎ করতে আসতে পারেননি বলে জানা গেছে। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে রুনা, রত্না ও আসমার স্বজনরা নিহত হন। ট্রাজেডির দিন তাদের পান-চিনি হওয়ার কথা ছিলো। বিউটি পার্লারে থাকার কারনে তারা সেদিন প্রাণে বেচে যায়। নিমতলির ট্রাজেডির কদিন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মেয়ে হিসেবে ঘোষণা দিয়ে তার তত্ত্বাবধানে গণভবনে রুনা-রত্না ও আসমার বিয়ে দেন। (সূত্র: অনলাইন)