৩ জুন, ২০১১

নিমতলী ট্রাজেডীর পূর্ণ হল একবছর

আজ ৩ জুন। নিমতলী ট্রাজেডীর পূর্ণ হল একবছর। ২০১০ সালের ৩ জুন নিমতলীর ৪৩ নম্বর বাড়ির ৫ তলা ভবনের নিচতলার একটি কেমিক্যাল গোডাউন থেকে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুনে আরও ছয়টি ভবন ভস্মীভূত হয়। ভয়াবহ ওই আগুনে জীবন্ত দগ্ধ হয় ১২৭ জন মানুষ । আহত হন প্রায় দেড় শতাধিক লোক। ওই রাতে ভবনের তৃতীয় তলায় চলছিল রুনা-রত্নার পানচিনি অনুষ্ঠান। রুনা-রত্না পার্লারে অবস্থানের কারণে বেঁচে যায়। তারা কিন্তু মারা যান তাদের বিয়েতে আসা সব স্বজনরা। মোট ৭৩টি পরিবারের ওই রাতের বর্ণনা খুবই মর্মস্পর্শী। স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর রাষ্ট্রীয় শোক পালন করা হয় নিহতদের স্মরণে।(সূত্র: অনলাইন)