গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের ক্ষুদ্রতম মানব হিসেবে স্থান করে নিয়েছে ফিলিপাইনের জুনরে বালাউইং। এর আগে এই স্থানে ছিলেন নেপালের খগেন্দ্র থাপা। জুনরের উচ্চতা ৫৯ দশমিক ৯৩ সেন্টিমিটিার। যা খগেন্দ্রর চেয়ে ৭ সেন্টিমিটার কম। খবর ডেইলি মেইলের। রোববার ছিল জুনরে বালাউইংয়ের ১৮তম জন্মদিন। আর ১৮ বছর পূর্ণ হওয়ায় তার হাতে ক্ষুদ্রতম মানবের সনদ তুলে দেয় গিনেস কর্তৃপক্ষ। জুনরে বালাউইং বলে, ‘আমি ছোট। কিন্তু আমি একজন মানুষ। আমার সুন্দর একজন স্ত্রী প্রয়োজন। আমি আশা করি সে আমার চেয়ে লম্বা হবে।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, জুনরের বাড়ি ফিলিপাইনের উপকূলীয় সিন্দাগান গ্রামে। তার ওজন মাত্র ৫ কেজি। এক লিটারের একটি কোকের বোতলের সমান উচ্চতা নিয়ে জুনরের জন্ম। তারপর শরীর কিছুটা বড় হলেও মাত্র দুই বছর বয়সেই তার বৃদ্ধি থেমে যায়। জুনরের বাবা রেনালদো বলেন, ‘ছেলের চিকিৎসার জন্য অনেক চিকিৎসক দেখিয়েছি। কিন্তু ফল হয়নি।’ জুনরে চার ভাই-বোনোর মধ্যে সবার বড়। সে ঠিকমতো হাঁটতে পারে না। বেশি সময় দাঁড়িয়ে থাকলে মেরুদ-ে ব্যথা অনুভব করে। তার প্রিয় খাবার মাংস। টিভিতে যুদ্ধের ছবি দেখে সে খুবই আনন্দ পায়। (সূত্র: বিডি নিউজ টুইন্টিফোর ডটকম)