১৭ জুন, ২০১১

আরও দ্রুতগতি হচ্ছে গুগল

বিশ্বের মানুষের কাছে অধিক সমাদৃত গুগল সার্চ ইঞ্জিন। খুব দ্রুত গতি সম্পন্ন এই সার্চ ইঞ্জিনকে আরো দ্রুত গতিতে নিয়ে যাওয়ার কাজ  শুরু করেছে গুগল।  আবারও নিজেকে অভিনব উদ্যোগের মাধ্যমে আলোচনা শীর্ষে নিয়ে এল গুগল। সার্চ ইঞ্জিনের গ্রাহক সেবায় আরও গতির সঙ্গে মানোন্নয়ন করতে গুগল এ উদ্যোগ নিয়েছে বলে প্রাতিষ্ঠানিক সূত্রে জানানো হয়েছে। নতুন ‘ইন্সট্যান্ট পেজ’ পদ্ধতির মাধ্যমে মাত্র দু থেকে পাঁচ সেকেন্ডের ব্যবধানে গ্রাহকের সার্চতথ্যের চাহিদা পূরণে করতে সার্মথ্য হবে গুগল। এ গতির সেবা ভয়েস এবং ছবির খোঁজার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ মুহূর্তে প্রতিদিন গুগলের মাধ্যমে ১০০ কোটি তথ্য খোঁজা হচ্ছে। এখনও সার্চ ইঞ্জিন বিশ্বে দাপটেন সঙ্গেই রাজত্ব করছে গুগল। মাইক্রোসফট উদ্ভাবিত ‘বিঙ’ সার্চ ইঞ্জিন এ প্রতিযোগিতার তেমন কোনো সুবিধাই করতে পারেনি। গবেষণা প্রতিষ্ঠান কমস্কোর সবশেষ সূত্র মতে, সার্চ ইঞ্জিনের বাজার জনপ্রিয়তায় বিঙ ১৪ এবং ইয়াহু ১৫.৯ ভাগ জনপ্রিয়তা দখলে রাখতে পেরেছি। অন্যদিকে ৬৬ ভাগ জনপ্রিয়তা নিয়ে এখনও শীর্ষ আসনেই আছে গুগল। ইন্সট্যান্ট পেজের কার্যপদ্ধতি সম্পর্কে গুগল জানিয়েছে, প্রিলোড পদ্ধতিতে কাজ করবে এর প্রতিটি পৃষ্ঠা। সব মিলিয়ে পুরো সার্চের বিষয়বস্তু ছবিসহ খুঁজে আনতে গুগল মাত্র পাঁচ মিনিট সময় নেবে। এ সেবার মাধ্যমে গুগল তার শীর্ষস্থানটি আরও সুদৃঢ় করবে। এর ফলে এ প্রতিযোগিতা ইয়াহু এবং বিঙ আরও কঠিন পরীক্ষার মুখে পড়বে বলে বিশ্লেসকরা মনে করছেন।(সূত্র: অনলাইন)