২১ জুন, ২০১১

এক নম্বরে উঠে এসেছে সুন্দরবন

সপ্তাশ্চর্য নির্বাচনে এক নম্বরে উঠে এসেছে সুন্দরবন। বিশ্বের অন্যান্য প্রাকৃতিক আশ্চর্যকে পেছনে ফেলে সপ্তাশ্চর্য নির্বাচনে ২য় অবস্থানেই রয়েছে ভিয়েতনামের হেলংবে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার জে জু আইল্যান্ড ও চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইনের পিপি আন্ডারগ্রাউন্ড রিভার। জার্মানির ব্ল্যাক ফরেস্ট, দক্ষিণ আমেরিকার আমাজান আগের অবস্থান থেকে সরে অনেকটাই নিচে নেমে গেছে। সপ্তাচার্য নির্বাচনের আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।  ওয়েবসাইটটির ঠিকানা হল www.new7wonders.com উল্লেখ্য, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে তৃতীয় রাউন্ডে উঠে আসা ২৮টির মধ্যে বাদ পড়বে ২১ স্থান। বাকি সাতটি স্থান চূড়ান্তভাবে নির্বাচিত হবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে। সুন্দরবনকে ভোট দেওয়ার সুযোগ আগামী ১১ নভেম্বর শেষ হয়ে যাবে। (সূত্র: অনলাইন)