১৯ জুন, ২০১১

আজ বিশ্ব বাবা দিবস

আজ বিশ্ব বাবা দিবস। আস্থা, ভরসা এবং নির্ভরতার জায়গা বাবা। বাবা মানে বটের ছায়া, স্নেহ-মমতার ছায়াতল, আদর-স্নেহ-শাসন এর বেড়াজাল। বাবা জন্মদাতা, চিরআপন অপরিসীম দায়িত্বের বোঝা মাথায় নিয়ে সন্তান সন্ততি লালন-পালনে বাবা সদা ব্যস্ত। বাবার আদর্শ, পরামর্শ, কর্ম সামনে এগিয়ে যাওয়ার পথ। বাবা মানে কঠিন সিদ্ধান্ত সহজ করে দেন যিনি। বাবা মানে কঠিন সময়ে পাশে দাঁড়ান যিনি। তিনিই এহ জগতের অভিভাবক। তিনি একাধারে পরামর্শক, বন্ধু, সহযোগী। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় 'বিশ্ব বাবা দিবস'। বিভিন্ন  দেশে, ঘরে ঘরে সন্তানেরা এই দিনে তাদের প্রিয় বাবাকে একটু আলাদা করে ভালোবাসা ও সম্মান জানায়, দিন শুরু হয় বাবাকে উপহার দেওয়ার মধ্যমে। আবার বাবাও ছেলে-মেয়েদের নিয়ে মেতে ওঠেন আনন্দে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সেনোরা স্মার্ট ডড ছিলেন ভীষণ বাবা ভক্ত। মা হারা সেনোরা চেয়েছিলেন, তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টকে সবাই মনে রাখুক। তখন তার মাথায় এলো বাবা দিবসের চিন্তা। ১৯১০ সালের ১৯ জুন বাবা দিবস হিসেবে পালন করেন তিনি। ব্যাপারটা অনেকের মনে ধরল। আস্তে আস্তে ছড়িয়ে পড়ল অনেকের মাঝে। এরপর ১৯২৬ সালে নিউ ইয়র্কে গঠন করা হলো জাতীয় বাবা দিবস কমিটি। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্ন জুন মাসের তৃতীয় রোববার জাতীয়ভাবে বাবা দিবস ঘোষণা করেন। তারপর ধীরে ধীরে দুনিয়ার বিভিন্ন দেশে পালিত হতে শুরু করে বাবা দিবস। (সূত্র: অনলাইন)