২৬ জুন, ২০১১

প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্যের সম্মিলন শুরু

রোববার সকালে বাংলা একাডেমীতে  প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন হয়েছে। প্রথম এ সাহিত্য সম্মেলনের স্লোগান ‘দক্ষিণ এশিয়ার সমকালীন সাহিত্য’। রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন এর মদ্য দিয়ে অনুষ্ষ্ঠানের সুচনা, অনুষ্ঠান চলবে তিন দিনব্যাপী। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও চীন থেকে কবি সাহিত্যিকরা এসেছেন বাংলা একাডেমীতে। অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল মাল আব্দুল মুহিত বলেন সহিত্যে এ বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে বেশী। তিনি আরও বলেন, ‘দেশের মৌলনীতিগুলো আমরা কবি সাহিত্যিকদের লেখা থেকেই শিখে থাকি।’(সূত্র: অনলাইন)