এবার মোটরবাইক নিয়ে উড়ে চলে যাওয়া যাবে গন্তব্যে। এটা সম্ভব করছেন যিনি তিনি হলেন অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ম্যালয়। তিনি তৈরি করেছেন বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক। এ মোটরবাইক তৈরিতে ক্রিস্টোফার ব্যয় করেছেন আড়াই বছর। তার তৈরি এ মোটরবাইক সর্বোচ্চ ১০ হাজার ফুট উপর দিয়ে ঘণ্টায় ১০০ মাইল বেগে উড়তে পারবে। হেলিকপ্টার পাইলট ক্রিস্টোফার ম্যালয় সিডনিতে তার গ্যারেজে এই অবিশ্বাস্য উড়ন্ত মোটরবাইক তৈরি করে তা প্রদর্শনও করেছেন। বিএমডবিস্নউ ইঞ্জিন ও বিশেষ ধরনের কার্বন তন্তুর এয়ারফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়েছে বাইকটি। এক ট্যাঙ্ক জ্বালানি পুড়িয়ে টানা ৯২ মাইল অথবা ৪৫ মিনিট উড়তে পারবে এ বাইকটি। বাইকটি তৈরিতে চিনুক হেলিকপ্টার ও সাধারণ মোটরবাইকের ফর্মুলা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ক্রিষ্ট্রেফার। তিনি আরও জানান এটা হলো আকাশে ওড়ার নতুন পদ্ধতি। তবে এটি চালাতে হলে হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। (সূত্র: অনলাইন)