৫ জুলাই, ২০১১

হনতালের আগেই ৫টি বাসে আগুন

হরতালের আগের দিন ৫ জুলাই, রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে। ফলে মহানগরীতে বাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বিপাকে পরতে হয়েছে সাধারন যাত্রীদের। মতিঝিল, কাকরাইল, কাজীপাড়া, পল্লবী এবং যাত্রাবাড়ী এলাকায় ৫টি বাসে আগুন দেওয়ার এই ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। দুপুরে মতিঝিল আইডয়াল স্কুলের সামনে যাত্রী বহনকারী একটি বাসে, বিকেল ৩টার দিকে কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসে, বিকেলে সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর মানিকনগর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। কাছকাছি স্থান থেকে দমকল বাহিনী এসে এসকল বাসের আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিকেলে পল্লবীতে এবং কাজীপাড়ায় পৃথক দুটি বাসে আগুনধরিয়ে দেয়া হয়। বাসে আগুনের ঘটনায় মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাস্তায় যান চলাচল কমে গেছে।(সূত্র: অনলাইন)