৩ জুলাই, ২০১১

আসিতেছে ৪৮ ঘন্টার হরতাল

অবশেষে সরকারি দলকে সহজে ঘায়েল করার সেই পুরাতন অস্ত্র ব্যবহার করছে বিরোধী দলগুলো। তারা আবারও ৬ জুলাই সকাল ৬টা থেকে ৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। বিএনপি ও জামায়াত একজোট হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল-২০১১ পাস, শেয়ার কেলেঙ্কারী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দেশব্যাপী এই হরতাল আহবান করেছে। জামায়াতের ইস্যু হিসেবে সরকারের ইসলাম বিরোধীতা নীতির প্রতিবাদ ও তাদের নেতাদের মুক্তির দাবিও করেছে।  আবার ১০ ও ১১ জুলাই ১২টি ধর্মাশ্রয়ী দল কর্তৃক ডাকা হরতালে সমর্থন জানিয়েছে জামায়াত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে হরতাল কর্মসূচি ঘোষণা করেন।  জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামও একই হরতালের ঘোষনা দেন। (সূত্র: অনলাইন)