আবারও জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। গত মার্চ মাসের ১১ তারিখে সুনামিতে আইওয়াতে, মিয়াগি ও ফুকুশিমা দ্বীপগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিবিসির খবরে ভূমিকম্প ও সুনামি সতর্কতার কথা নিশ্চিত করা হয়। ফুকুশিয়া পারমানবিক বিদ্যুৎ অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। জাপানের স্থানীয় সময় রোববার ৯.৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া অফিস ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামির আগাম হুঁশিয়ারি জারি করে। তবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্তি্বক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। (সূত্র: অনলাইন)