১৯ জুলাই, ২০১১

নতুন চেহারায় হাজির হচ্ছে ফেসবুক

সামাজিক যোগাযোগের একমাত্র ওয়েবসাইট ফেসবুক তার নিজের চেহারার পরিবর্তনে কাজ শুরু করেছে। সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই  ‘ফেসবুক এডিশন’ নামে বহুমাত্রিক নতুন সব টুলস নিয়ে নতুন চেহারায় হাজির হচ্ছে ফেসবুক। অনেকেই ধারনা করছেন আরও একটি সামাজিক ওয়েবসাইট গুগল প্লাস্ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাই ফেসবুকের এই নতুন সংস্করণ তবে ফেসবুক কর্তৃপক্ষ এ কথা অস্বিকার করে বলেছে সময়ের প্রয়োজনেই ফেসবুকের নতুন অবয়ব তৈরি করা হচ্ছে। তবে অত্যন্ত দ্রুত গতীতে এগিয়ে যাচ্ছে ‘ফেসবুক এডিশন’ এর কাজ। আর এ কাজ করছে ফেসবুকের ডিজাইন বিভাগ। ফেসবুকের বর্তমান জনসংখ্যা ৭৫ কোটিরও বেশি। আর আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলোও এখন ফেসবুকের অ্যাপলিকেশন ব্যবহার করছে। এর মধ্যে সিএনএন, দ্য ডেইলি এবং ওয়াশিংটন পোস্ট অন্যতম। অচিরেই নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও নতুন আঙ্গিকে সেবা চুক্তি করবে ফেসবুক।  মোট কথা ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছেই। এ কারণেই ফেসবুক নতুন সংস্করণ তৈরি করছে বলে জানা গেছে। নতুন এ সংস্করণের চালু হলে ফেসবুকপ্রেমীরা ব্যবহারের সার্বিক সুবিধা উপভোগ করতে পারবেন। আসলে সময়ের প্রয়োজনে নিজেকে খানিকটা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চাইছে ফেসবুক। উদ্দেশ্য নিজের পুরনো অবয়ব বদলে নতুন চেহারায়্আত্ম প্রকাশ করা। এদিকে গুগল প্লাস আর্বিভাবের মাত্র কয়েক দিনের মাথায় ১ কোটিরও বেশী গ্রাহকের গণ্ডি পেরিয়েছে। এর ফলে সামাজিক নেটওয়ার্ক মাধ্যমে প্রতিযোগিতার আবহ সৃষ্টি হয়েছে। এ মুহূর্তে এ দুটি সামাজিক মাধ্যম তাদের সেবায় সহজবোধ্যতা, ব্যক্তিতথ্য নিরাপত্তা, ফটো এবং ভিডিও চ্যাটে টুলসভিত্তিক অ্যাপলিকেশনের মানোন্নয়নে কৌশলগত কাজের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছে।  (সূত্র: অনলাইন)