২৭ জুলাই, ২০১১

সুচিত্রা সেনের পৈত্রিক ভিটা দখলে নিচ্ছে সরকার

পাবনা শহরের পৌর এলাকার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে জন্মগ্রহণ করেন উপমহাদেশের চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন। বাবা-মা ও এক ভাই এবং তিন বোনকে নিয়ে শৈশব-কৈশোর জীবন কাটিয়েছেন ওই বাড়িতেই সুচিত্রা সেন ওরফে (রমা)। পাবনা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৬ সালের ১৫ আগস্ট পূর্ব বাংলার রাজনৈতিক অস্থিরতার পর পারিবারিক সূত্রধরে সুচিত্রা সেন কলকাতা চলে যান। ১৯৫১ সালের মাঝামঝি সময়ে সুচিত্রা সেনের বাবা শ্রী করুনাময় দাস গুপ্ত স্ব-পরিবারে কলকাতায় চলে যান। এরপর থেকেই ওই বাড়িটিতে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা বসবাস করতে থাকেন। ১৯৮৭ সালে সর্বশেষ ছিলেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট। তারপরেই এরশাদ সরকারের যোগসাজসে পাবনার জামায়াত নেতা মওলানা আব্দুস সুবহান বাড়িটির দখল নেন। দীর্ঘ দিন ধরেই বাড়িটি জামায়াতের দখলমুক্ত করার জন্য পাবনার স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটিতে সুচিত্রা সেন সংগ্রহশালা করার জন্য সরকারের নিকট দাবী জানিয়ে আসছিলো। তারই ফলশ্রুতিতে কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের পাবনার  পৈত্রিক বাড়িটি সরকারের দখলে নেওয়ার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছেন। এ আদেশে আনন্দ প্রকাশ করেছেন পাবনাবাসী। বাড়িটি সাত দিনের মধ্যে সরকারের দখলে নেওয়ার জন্য মঙ্গলবার হাইকোর্ট আদেশ দিয়েছেন। (সূত্র: অনলাইন)