শুক্রবার নরওয়েতে দু’দফা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা ৯১ জন দাড়িয়েছে বলে জানিয়েছে নরওয়ের পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানাগেছে। নরওয়ের রাজধানী শহর অসলোর কেন্দ্রস্থলে প্রথমে বোমা হামলার ঘটনা ঘটে। এর ঘণ্টাখানেক পরেই শহরের বাইরের দ্বীপ ওটোয়ায় পুলিশের পোশাক পরিহিত এক যুবক গুলি চালায় এতে ৮৪ জন নিরীহ মানুষ নিহত হয়েছে বলে খবর নিশ্চিত করেছে বিবিসি। সেখানে ওই সময় ক্ষমতাসীন লেবার পার্টির তত্ত্ববধানে যুবকদের একটি ক্যাম্প চলছিল। ওই ক্যাম্পের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালায় ওই পুলিশবেশী ওই যুবক। নরওয়ে পুলিশ প্রশাসনের প্রধান জানান, এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে নরওয়ে সময় বিকেল সোয়া ৪টার দিকে ভয়াবহ বোমার বিস্ফোরণ ঘটে। এতে মারা গেছে ৭ জন। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওটোয়ার ওই পুলিশবেশী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। বন্দুকধারী একজন ককেশীয় বংশভূত বলে ধারনা করছে পুলিশ। এ হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছে মার্কিন প্রশাসন। সন্ত্রাসী এ হামলার ঘটনার পর থেকে মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন আর নেটওয়ার্ক কাজ করছে না। হামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। আশপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে আগুন জ্বলতে ও ধোয়া উঠতে দেখা গেছে। আরও বিস্ফোরণ ঘটতে পারে আশংকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে। (সূত্র: অনলাইন)