৩০ জুলাই, ২০১১

পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে মাছরাঙা টেলিভিশন

আজ থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা টেলিভিশন বাংলাদেশে প্রথম সর্বাধুনিক হাইডেফিনেশন (এইচডি) প্রযুক্তির টিভি চ্যানেল। আর এই চ্যানেলটি নিয়ে আসছে স্কয়ার গ্রুপ। মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু জানান, মাছরাঙা নামটি বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে। মাছরাঙা শুধু একটি পাখি নয়, নদীমাতৃক বাংলাদেশের উচ্ছ্লতা ও চঞ্চলতার প্রতীক। মাছরাঙা টেলিভিশন নদীমাতৃক বাংলাদেশের উচ্ছ্লতা ও চঞ্চলতা ধরে রাখবে। মাছরাঙা টেলিভিশন বাংলাদেশকে, বাংলাকে, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরবে। এদেশের পারিবারিক ঐতিহ্যকে সামনে রেখে একান্নবর্তী পরিবারের আদর্শ, মূল্যবোধকে এবং অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেবে। চ্যানেলটির প্রেরণা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বৈচিত্র্যময় অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবে মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা টেলিভিশনে কাজ করছেন একদল মেধাবী তরুণ। অনুষ্ঠান নির্মাণে মাছরাঙা টেলিভিশন তথ্য ও বিনোদনের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। তুলে ধরবে সম্ভাবনাময় বাংলাদেশকে। থাকবে না তথাকথিত টক শো'র বাহুল্য। সরাসরি সম্প্রচার করবে তরতাজা খবর। দর্শকদের প্রতিটি সেকেন্ড সময়ের মূল্য দেবে মাছরাঙা টেলিভিশন। বিজ্ঞাপন প্রচারেও থাকবে সতর্কতা। প্রতি আধ ঘণ্টায় সর্বোচ্চ ৬ মিনিট বিজ্ঞাপন প্রচার করবে তারা। (সূত্র: অনলাইন)