৩০ জুলাই, ২০১১

সীমান্তে গুলি করে বিএসএফ আর মানুষ হত্যা করবে না বলে অঙ্গীকার করেছে

আজ শনিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন (এনডিসি,পিএসসি) ও বিএসএফ প্রধান রমন শ্রী বাস্তব স্বাক্ষর করেন। এ বৈঠকে সীমান্তে গুলি করে বিএসএফ আর মানুষ হত্যা করবে না বলে অঙ্গীকার করেছে। এর পূর্বেও বিএসএফ এমন অনেক প্রতিশ্রুতি দিয়েও আবারও মানুষ হত্যা করেছে। এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আর ভারতের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পি চিদাম্বরম।
(সূত্র: অনলাইন)