৬ আগস্ট, ২০১১

রবি ঠাকুরের ৭০তম মহাপ্রয়াণ দিবস

আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ৭০তম মহাপ্রয়াণ দিবস। বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম করেন। আর বাংলা ১৩৪৮ সালের ২২ শ্রাবণ এহ ধাম ত্যাগ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলা সাহিত্যের এমন কোন জায়গা নেই যে তিনি তা দখল করেন নি। চিন্তাশীল মানুষদের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবি ঠাকুরের ছোঁয়া পড়েনি। আজ থেকে প্রায় দেড়শ বছর পরও সাহিত্যের নানা দিকে তিনি সমুজ্জ্বল। তার কারনেই বাঙালিজাতি ও বাংলা ভাষা আজ সারা বিশ্বে সমাদৃত। কবিগুরু তার জীবদ্দশায় রচনা করেছেন গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক, সঙ্গীত। তার লেখনির বৈচিত্রতায় তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিকার, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী ও দার্শনিক। ১৮৮৭ সালে মাত্র ১৬ বছর বয়সে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়, ওই বছরেই তিনি প্রথম ছোটগল্প ও নাটক রচনা করেন। কবি ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য জয় করেন সাহিত্যে নোবেল পুরস্কার। সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের নিকট তিনি বিশ্বকবি, কবিগুরু ও গুরুদেব নামে পরিচিত। কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে কিংবদন্তীর পক্ষ থেকে তাকে জানাচ্ছি শ্রদ্ধা।