অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম এবং সাপ্তাহিক শীর্ষ কাগজ সম্পাদক মো. একরামুল হক এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগারের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় দু'দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। অপরদিকে শাহবাগ থানায় দায়ের করা অপর একটি মামলায় তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শাহবাগ থানার ওসি (তদন্ত) ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, কারাগারে আটক শীর্ষ নিউজ ডটকম'র সম্পাদক মো. একরামুল হককে ২/১ দিনের মধ্যেই আবারও রিমান্ডে নেয়া হবে। কলাবাগান থানায় রুজুকৃত মামলায় একরামুল হককে ৩১ জুলাই ভোর সোয়া ৪টায় তার বড় মগবাজারের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গিয়াসউদ্দিন তালুকদার নামের এক ব্যবসায়ী গত ২৮ জুলাই ঢাকা সিএমএম আদালতে একরামুল হকের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন। গত ১ আগস্ট শাহবাগ থানায় অপর চাঁদাবাজি মামলাটি (নং-১(৮)১১, ধারা ৩৮৫ ও ৫০৬ বা.দ.বি.) দায়ের করেন সচিবালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক। এতে সম্পাদকের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২ আগস্ট ঢাকার সিএমএম কোর্টে মারধর ও হত্যার হুমকির অভিযোগ এনে আরেকটি মামলা দায়ের করেন আশুলিয়ার মো. শহিদুল ইসলাম। আদালত এ মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামী ১১ সেপ্টেম্বর সাক্ষীসহ বাদীকে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। (সূত্র: অনলাইন)