সম্প্রতি ভারতে ঘুরতে এসেছেন মিস্টার বিন খ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। বর্তমানে তিনি আছেন জয়পুরে। সম্প্রতি
তাকে তার পরিবার এবং কয়েকজন বন্ধুর সঙ্গে জয়পুরের বিখ্যাত প্রত্নতত্ত্ব
নির্দশন আম্বার ফোর্টে দেখা যায়। সে সময় তার পরনে ছিল নীল জিন্স প্যান্ট ও
শার্ট এবং কালো মোটা ফ্রেমের চশমা। নিজেকে অনেকটা লুকিয়েই রাখছিলেন রোয়ান
এবং কারো সঙ্গে কথা বলতে চাইছিলেন না। পরে ভ্রমণকারী দলের সঙ্গে কথা বলে টাইমস অফ ইন্ডিয়া নিশ্চিত হয় যে, তিনিই মিস্টার বিন খ্যাত রোযান অ্যাটকিনসন। উল্লেখ্য, রোয়ান অ্যাটকিনসনের স্ত্রী সুনেত্রা শাস্ত্রী ভারতীয় বংশোদ্ভূত। সুনেত্রার বাবা ছিলেন ভারতীয় এবং মা বৃটিশ। (সূত্র: অনলাইন)