বাংলাদেশে পৃথিবীর সাতশ কোটিতম শিশুর
(প্রতিকী) জন্ম হয়েছে গত ৩০ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১২.০১ মিনিটে। আজিমপুর মাতৃসদন ও শিশু সুরক্ষা কেন্দ্রে ফুটফুটে এ শিশুটি জন্ম গ্রহন করে। আর এই শিশুটির জন্মের মাধ্যমে পৃথিবীতে মোট জনসংখ্যা দাড়ালো সাতশ কোটিতে। এই শিশুর জন্মকে মোমবাতি জ্বেলে, কেক কেটে উদযাপন করা
হয় । সাত'শ কোটিতম এ কন্যা শিশুটিকে দেখতে হাসপাতালে ছিল উৎসুক মানুষের ভীড় জমে যায়। ইউএনএফপিএর
সেভেন বিলিয়ন অ্যাকশন প্রকল্পের অধীনে এ জন্মদিন পালন উৎসবে উপস্থিত ছিল ইউএনএফপিএর দেশীয় প্রতিনিধি আর্থার এরকেন, মহিলা
ও শিশুবিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের
আফরোজ চুমকি, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, পরিবার পরিকল্পনা
অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন। ইউএনএফপিএর কর্মকর্তারা মেয়েটির নাম রাখলেন সপ্তর্ষী। ৭০০
কোটিতম এ শিশুকে পৃথিবীতে স্বাগত জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। (সূত্র: অনলাইন)