বাংলাদেশের ৪০তম বিজয় দিবস উপলক্ষে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত
হতে যাচ্ছে ‘আমরা বিজয় এনেছি’ শিরোনামে একটি স্মারকগ্রন্থ। এটি প্রকাশিত
হবে আগামী ১৬ ডিসেম্বর। এই স্মারকগ্রন্থ প্রকাশ করার উদ্যোগ
নিয়েছেন লেখক ও চলচ্চিত্রকার ইসমাইল হোসেন এবং সত্তর দশকের অন্যতম প্রধান
কবি মাহবুব হাসান। আনুমানিক ২৫০ পৃষ্ঠার এই স্মারকগ্রন্থে
মুক্তিযোদ্ধা-লেখক-স্থপতি-চিত্রকর-চলচ্চিত্রকার-নাট্যনির্মাতা-কুশীলব এবং
তরুণ প্রজন্মের যে কেউ বিজয়ের অনুভূতি বিষয়ে লেখা পাঠাতে পারেন। লেখা হতে
হবে ১০০০ শব্দের মধ্যে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে লেখা পাঠাতে হবে। এই স্মারকটিকে
লেখায়-রেখায়-চিত্রে সমৃদ্ধ করার বিষয়ে সকল মহলের কাছে তথ্য ও পরামর্শ
চেয়েছেন সম্পাদক-দুজন। বিস্তারিত তথ্যের জন্য ই-মেইলে, ফোনে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অফিস : ১৫৪৫ হাইল্যান্ড এভিনিউ, ইউনিট বি, সি, সান বারনারডিনো, ক্যালিফোর্নিয়া- ৯২৪০৪। ফোন : ৯০৯-৫২১-৪২৭৩। নিউ ইয়র্ক অফিস : ৩৪৭-৫৭৫-১১৪৩।
ই-মেইল: poetmahbub03@yahoo.com, ismailinland@gmail.com, mahboobhasankhan@hotmail.com