৬ নভেম্বর, ২০১১

বিতর্কে জড়িয়ে পড়লেন তাসলিমা নাসরিন

আবারো বিতর্কে জড়িয়ে পড়লেন বাংলাদেশের বিতর্কিত নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন। তিনি এবার সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবাকে ‘ইডিয়ট’ বলে সম্বোধন করলেন।সম্প্রতি একটি টক শো’তে প্রেয়াঙ্কার বাবা ড. অশোক চোপড়া তার মেয়ে সম্বন্ধে বলেন, ‘প্রিয়াঙ্কা আমার ছেলের মতো।’ এতেই চটে যান নারীবাদী বাংলাদেশী বিতর্কিত এই লেখিকা। ড. আশোকের এই বক্তব্য শোনার পর বাংলাদেশ থেকে নির্বাসিত তাসলিমা তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন, ‘প্রিয়াঙ্কার বাবা বললেন সে নাকি তার ছেলে মতো। এটা কোন ধরনর গোঁয়ার্তুমি মার্কা কথা। কী ধরনের ‘ইডিয়ট’ মানুষ তিনি! নারী বৈষম্য এখনো শিক্ষিত সমাজ থেকে দূর হয়নি। আমি সেই দিনটি দেখার অপেক্ষায় আছি যেদিন একজন বাবা গর্ব করে বলবেন ‘আমার ছেলে আমার মেয়ের মতো’…।’ এর আগেও এই নারীবাদী লেখিকা অনেক ভারতীয় সেলিব্রেটিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন। কিন্তু এবারই তিনি সরাসরি একজনের নাম উল্লেখ করে কটুক্তি করায়, এটা নিয়ে অনেকেই ক্ষুব্ধ হয়েছে। কিন্তু এ ব্যাপারে এখনো প্রিয়াঙ্কার মন্তব্য জানা যায়নি।