বিবিসির সাথে গানগল্পে এ পর্বের অতিথি ঢাকার ব্যান্ড লীলা- র লিড ভোকালিস্ট অরূপ রাহী। তিনি দুই দশক ধরে লালন সঙ্গীত করছেন, লালন বিষয়ক লেখা লেখি এবং গবেষণার সঙ্গেও জড়িত রয়েছেন। লালন সঙ্গীতকে তিনি শুধু বিনোদনের মাধ্যম নয় , এক ধরনের গভীর জীবনবোধ বলেও মনে করেন। তাঁর মতে লালনের গান চর্চ্চা করতে হলে লালনের জীবন ও দর্শন চর্চ্চার প্রয়োজনীয়তাও রয়েছে। লালন সঙ্গীতের পাশাপাশি তিনি হার্ড রক ধারায়ও গান করছেন। রক গান কে তিনি সময়ের প্রেক্ষাপটে ঘটে যাওয়া সামাজিক-ঐতিহাসিক ঘটনাবলীরই একটা প্রকাশভঙ্গী বলে মনে করেন। বিবিসির সাথে গান-গল্প উপস্থাপনায় ছিলেন জাহাঙ্গীর রনি। লিংক