২৯ নভেম্বর, ২০১১

উইকিলিকসকে পুরস্কৃত করা হয়েছে

‘সাংবাদিকতায় অসামান্য অবদান’ রাখার জন্য অস্ট্রেলিয়ায় উইকিলিকসকে পুরস্কৃত করা হয়েছে।বার্ষিক ওয়াকলি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গোপনীয়তা বিরোধী ওয়েবসাইট উইকিলিকস-এর বিপুল প্রশংসা করা হয়। গোপন মার্কিন তারবার্তার ব্যাপারে সাহসী রিপোর্টের জন্য একটি নিরপেক্ষ প্যানেল সাংবাদিক ও ফটোসাংবাদিকদের বাছাই করে। সোমবার সন্ধ্যায় ওয়াকলি ট্রাস্টি বলেছে ‘সরকারের ভেতর থেকে অস্বস্তিকর সত্য প্রকাশে উইকিলিকস নতুন প্রযুক্তি প্রয়োগ করছে।’উইকিলিকস বিশ্বনেতাদের সম্পর্কে মার্কিন কূটনীতিকদের পাঠানো কয়েক লাখ গোপন মন্তব্য প্রকাশ করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে।অস্ট্রেলিয়ার নাগরিক উইকিলিকস’র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এই পুরস্কার পেয়ে পূর্বে রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় সরকারকে তুলোধুনা করেন। ওই তারবার্তা প্রকাশের পর ঘটনা প্রবাহ থেকে তাকে রক্ষা করতে সরকার যথাযথভাবে কাজ না করায় এর আগে তিনি ক্যানবেরার নিন্দা করেন। তিনি বলেন, “গিলার্ড সরকার উইকিলিকস-এর ওপর মার্কিন চাপের ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করেছেন, তাতে তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে।” অ্যাসাঞ্জের ভিডিও ফুটেজ এসবিএস টেলিভিশন সম্প্রচার করে। অ্যাসাঞ্জ বলেন, “অস্ট্রেলিয়ার সাংবাদিকরা সাহসী, অস্ট্রেলিয়ার জনগণ ইতিবাচক, তবে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার একজন ভীরু প্রধানমন্ত্রী।” অ্যাসাঞ্জের গত বছর মূলত ব্রিটেনে গৃহবন্দী হিসাবে কাটে। ২০১০ সালের ডিসেম্বরে তাকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়। সুইডেনের দুই মহিলা এই অভিযোগ করেন। অ্যাসাঞ্জ এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং উইকিলিকস-এর কার্যক্রমের সঙ্গে এর যোগসূত্র রয়েছে।