মহাশূন্যের গভীর থেকে পৃথিবীর গতিবিধির ওপর নজরদারির কাজে নিয়োজিত ‘শয়তানের চক্ষু’ আবিষ্কার করেছে নাসার একদল বিজ্ঞানী। বিশ্বের শীর্ষ মহাশূন্য গবেষণা সংস্থাটির তিনটি টেলিস্কোপে ধরা পড়া সাম্প্রতিক ইমেজে দেখা এ শয়তানের চক্ষু মূলত এনজিসি ৪১৫১ নামে পৃথিবীর প্রতিবেশী এক ছায়াপথ। এ ছায়াপথে বিপুল পরিমান গ্যাসীয় পদার্থের সন্ধান পাওয়া গেছে। ছবিতে দেখা ‘চোখের মণি’ সদৃশ বস্তুটি মূলত ছায়া পথটির কৃষ্ণগহ্বর। ওপরে লাল ‘ভ্রূ’ আকৃতির বস্তুটি হাইড্রোজেন। পরিপার্শ্বের নীল রংটি একপ্রকার অজানা রশ্মি, যেটি আপাতত পরীক্ষা করে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন-চারপাশে গ্যাসের সঙ্গে কী ধরনের বিক্রিয়া করে থাকে কৃষ্ণগহ্বর। এ বিষয়ে গিজমোদো ব্লগে বলা হয়েছে, শয়তানের চক্ষু নামে প্রসিদ্ধ এ ছায়াপথ আমাদের পৃথিবী থেকে অন্তত ৪৩ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।