৩ জানুয়ারী, ২০১২

ইরাকে মার্কিন আগ্রাসন: নিহত ১ লাখ ৬২ হাজার

২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর সহিংসতায় প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। এদের অন্ততপক্ষে ৮০ শতাংশই বেসামরিক মানুষ। যুক্তরাজ্যের একটি বেসরকারি সংস্থা এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালায়। দীর্ঘ প্রায় ৯ বছর পর ২০১১ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইরাক ত্যাগ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ৯ বছরের সহিংসতায় ইরাকে প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই সাধারণ মানুষ। নিহত বাকি ২০ শতাংশ হচ্ছে মার্কিন ও ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং জঙ্গি। ইরাক বডি কাউন্ট’র (আইবিসি) এক বিবৃতির বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার জানায়, “২০০৬ সালের শেষ দিয়ে দেশটিতে সহিংসতা চরম আকার ধারণ করে ২০০৮ সালের প্রায় শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকে। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যেই প্রায় ৯০ শতাংশ নিহতের ঘটনা ঘটেছে।” বিবৃতিতে আইবিসি সতর্ক করে জানিয়েছে, “২০০৯ সালের মধ্যবর্তী সময় থেকে সেই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।” আইবিসি জানায়, ইরাকে মার্কিন বাহিনীর আগ্রাসনের পর প্রায় ১ লাখ ১৪ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেওয়া গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলকসের তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সংরক্ষিত পরিসংখ্যানে- সাধারণ ইরাকি, মার্কিন ও ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং জঙ্গিসহ প্রায় ৯ বছরে ১ লাখ ৬২ হাজার মানুষ নিহত হয়েছে। সাধারণ ইরাকির পর দ্বিতীয় সর্বাধিক নিহতের তালিকায় রয়েছে দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। প্রায় ৯ হাজার ১৯ জন পুলিশ সদস্য এই ৯ বছরে নিহত হয়েছে। পাশাপাশি দেশটির রাজধানী বাগদাদকে সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময়ে মার্কিন বাহিনীর ৪ হাজার ৪শ’ ৭৪ সদস্য প্রাণ হারিয়েছে। আইবিসি আরো জানায়, ২০১১ সালে ইরাকে বিভিন্ন সহিংসতায় নিহত হয়েছে ৪ হাজার ৫৯ জন। কিন্তু ইরাকের সরকারি হিসেবে এ সংখ্যা জানানো হয়েছে ২ হাজার ৬শ’ ৪৫ জন।