বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের কর্ণধার স্যামসন
এইচ চৌধুরী আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়
তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন। স্যামসন এইচ চৌধুরী সিঙ্গাপুরের রাফেল হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে গভীর
শোক প্রকাশ করেছেন। তিনি ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত
২৭ ডিসেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এর আগে গত ৬ মাস ধরে
ঢাকার স্কয়ার স্কয়ার হাসপাতালে অধ্যাপক ডা. সানোয়ারের তত্ত্বাবধানে তিনি
চিকিৎসাধীন ছিলেন। পাবনার কৃতী সন্তান স্যামসন এইচ চৌধুরী ১৯২৬
সালের ২৫ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট্র
একটি ফার্মেসীর দোকান দিয়ে তিনি কর্মজীবন শুরু করে ছিলেন। তারপর ১৯৫৮ সালে
চার বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন স্বয়ার ফার্মাসিউটিক্যালস নামে একটি ঔষুধ কোম্পানি।সেই স্বয়ার ফার্মাসিউটিক্যালস এখন দেশের শীর্ষ স্থানীয় ঔষূধ কোম্পানি।