আবুধাবির একটি এস্টেটে বহুতল ভবনে কাজ করার সময় লিফটের তার ছিড়ে নিচে পড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দু'জন গাজিউল হক ও আলমগীর হোসেন। তাদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় বলে জানাগেছে। সোমবার স্থানীয় সময় দুপরের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। জানা
গেছে, একটি নির্মানাধীন বহুতল কমপ্লেক্সের অষ্টম তলায়
নির্মাণকাজ করার সময় বৈদ্যুতিক লিফটের তার ছিড়ে দুই বাংলাদেশি শ্রমিক নিচে পড়ে
যায়। ঘটনাস্থলেই গাজিউল হকের (৩২) মৃত্যু হয়। অপর ব্যাক্তি মোঃ আলমগীরের (২২) শেখ খলিফা বিন মেডিকেল সিটি কমপ্লেক্সে মঙ্গলবার সকালে মৃত্যু হয়। বাংলাদেশ
দূতাবাসের লেবার কাউন্সিলর লতিফুল হক কাজমী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই দুই বাংলাদেশি স্কয়ার জেনারেল কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।