১২ জানুয়ারী, ২০১২

১২ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ জানুয়ারি থেকে। উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শনী হবে। উৎসবের উদ্বোধন করবেন মাননীয় অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আর উৎসবের মঙ্গলপ্রদীপ জ্বালাবেন ইরানি চলচ্চিত্রকার দারিউশ মেহেরজুই। এ দিনেই অস্ট্রেলিয়ান পরিচালক ক্লেয়ার ম্যাককার্থির চলচ্চিত্র `দ্য ওয়েটিং সিটি` প্রদর্শিত হবে। উৎসবে অস্ট্রেলিয়া ও এশিয়ার ১৭টি ছবি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। দেখানো হবে ৫টি শিশুতোষ চলচ্চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবর্ষ উপলক্ষে ভারত ও বাংলাদেশের কয়েকটি রবীন্দ্র বিষয়ক চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশের  ৮টি চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্র প্রদর্শনের স্থানগুলো হলো কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।