১৪ জানুয়ারী, ২০১২

জাতিসংঘে বাংলাদেশ মিশনে হুমায়ূন আহমেদ

জাতিসংঘে বাংলাদেশ মিশনের সিনিয়র স্পেশাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক, পরিচালক হুমায়ূন আহমেদ। বর্তমানে শারিরীকভাবে অসুস্থ এ লেখক এখন উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন। সরকার কর্তৃক নেওয়া এই সিদ্ধান্তে তিনি খুশি হয়েছেন বলে জানিয়েছেন। প্রতিক্রিয়া জানাতে টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে হুমায়ূন আহমেদ বলেন, ‘জীবনে দুটি জিনিস খুবই অপছন্দ করতাম। উপদেশ শোনা ও উপদেশ দেয়া। কিন্তু শেষ বেলায় এসে উপদেশ দেয়ার চক্করে পড়ে গেছি।’ এটা অপ্রত্যাশিত ঘটনা বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি এ কে আবদুল মোমেন শুক্রবার সন্ধ্যায়  এ খবর  জানান। তিনি আরও জানান ডিসেম্বরেই এ কথাসাহিত্যিককে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য নিউইর্কে অবস্থানরত হুমায়ুম আহমেদ দূতাবাসের কাজ করার ইচ্ছা পোষণের পর তাঁর মেধাকে কাজে লাগাতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এ কে আবদুল মোমেন।